ওরা জেতার জন্য খেলে: পাপন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭

সাহস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দলের সবার মধ্যেই জয়ের প্রেরণা কাজ করেছে। যার জন্যই এই সাফল্য এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওরা জেতার জন্য খেলে।’

১০ ফেব্রুয়ারি (সোমবার) দেশের ক্রিকেটের এমন আনন্দক্ষণে সাংবাদিকদের একথা বলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘প্রত্যেকটা বল অ্যাকশন দেখলে মনে হয় ওরা জেতার জন্য খেলে জানটা দিয়ে দিচ্ছে। ফিল্ডিং অসাধারণ, ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে আমরা অল্প বয়স থেকেই কাজ করছি। আমি মনে করি, সবকিছু মিলিয়ে এই সাফল্যটা এসেছে।’

তিনি বলেন, ‘আসলে এই দলটা দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আপনাদের বলেছিলাম, এখন পর্যন্ত যতগুলো দল এর আগে পাঠিয়েছি এদের মধ্যে এই দলটা ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল প্লানড টিম। ওদের পারফরম্যান্সে আমরা আশা করেছি ওরা ভালো করবে। এই জিনিসটা কিন্তু এর আগে কখনো এরকম করে বলিনি। কারণ ওদেরকে নিয়ে একটা স্পেশাল প্ল্যান আমাদের আগেই ছিলো।’

পাপন আরও বলেন, ‘২০১৬তে যে টিমটা ছিলো আমাদের বিশ্বাস ছিলো যে, ফাইনাল খেলবো। কিন্তু হয়নি। আমরা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাই। তবে ওখান থেকেই আমরা একটি জিনিস বুঝতে পেরেছিলাম, কোথায় আমাদের ঘাটতিটা ছিলো। তখনই আমরা আসলে ঠিক করি যে, এই বিশ্বকাপের জন্য আগে থেকেই প্লান করতে পারি। চেষ্টা করে দেখতে পারি আলাদা করে কিছু করতে পারি কিনা।’

গতকাল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই বিজয়ের দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের ক্রিড়া বিশেষজ্ঞ থেকে আরো অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত