মিলান ডার্বিতে ইব্রার সোনালি সময়

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

সাহস ডেস্ক

কে বলল জ্লাতান ইব্রাহিমোভিচ ফুরিয়ে গেছেন? বয়স যে কেবল একটা সংখ্যা তা প্রমাণ করতে বেশিদিন সময় লাগেনি সুইডিশ কিংবদন্তি স্ট্রাইকারের। দ্বিতীয়বারের মতো এসি মিলানে ফিরেই ইউরোপ ফুটবলের স্পটলাইটটা ফের নিজের দিকে টেনে নিয়েছেন ৩৮ বছর বয়সী তারকা।

সান সিরোতে মিলান ডার্বি দিয়ে জানিয়ে দিলেন ফেলে আসা সোনালি সময়কে। ম্যাচের ৪০ মিনিটে আন্তে রেবিচকে দিয়ে করালেন ম্যাচের প্রথম গোল। এরপর প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে হেডে গোল করে মিলানকে ২-০ গোলে এগিয়ে দিলেন ইব্রা। কিন্তু দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে এক অ্যাসিস্ট ও এক গোল করা সত্ত্বেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

সিরি আ’ লিগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান।

৯ ফেব্রুয়ারি (রবিবার) সান সিরোতে ইব্রার দল এসি মিলানকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

ইন্টারের হয়ে গোল করেছেন মার্সেলো ব্রোজোভিচ, মাটিয়াস ভেচিনো, স্টেফেন ডি ভ্রিজ এবং রোমেলু লুকাকু।

এই জয়ে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়তে নেমেছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে লেজিও। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে আছে ইব্রাহিমোভিচের এসি মিলান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত