মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে বার্সার রোমাঞ্চকর জয়

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩১

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে স্বাগতিক রিয়াল বেটিসকে হারিয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা।

৯ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে বেনিতো ভিলামারিনে রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

ক্যারিয়ারে বহুবার হ্যাটট্রিক গোল করেছেন বার্সা অধিনায়ক। তবে এবার ক্যারিয়ারে চতুর্থবারের মতো অ্যাসিস্টের রেকর্ড হ্যাটট্রিক করলেন মেসি। ফ্রাঙ্কি ডি ইয়ং, সার্জিও বুসকেটস ও ক্লেমেন্ট লংলের জয়সূচক তিন গোলই অ্যাসিস্ট করেছেন বার্সা এই অধিনায়ক।

বার্সা জার্সিতে ২০১৪ সালে কোপা দেল রে’তে লেভান্তের বিপক্ষে প্রথম এ কাজ করেছিলেন মেসি। এরপর ২০১৬ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ২০১৫ সালে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষ ৬-১ ব্যবধানে জয়ের ম্যাচে সতীর্থদের দিয়ে তিন গোল করিয়েছিলেন মেসি।

লা লিগায় রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের পরে কেবল দুইজন তারকা হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন। একজন হচ্ছেন সেভিয়ার পাবলো সারাবিয়া এবং অন্যজন মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ।

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ লিগের মধ্যে গোল সংখ্যাতেও মেসির ওপরে নেই কেউ। এখন পযর্ন্ত ১৪ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। ১২ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড তারকা জাডোন সানচো।

তুলনামূলক দুর্বল দল রিয়াল বেটিসের বিপক্ষে শুরুটা একদমই ভালো ছিলো না কাতালুনিয়ানদের। ম্যাচের মাত্র ৬ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ক্লেমেন্ত লংলে। ভিআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ পেয়ে স্পটকিক থেকে গোল করেন বেটিসের সার্জিও কানালেস।

তবে সমতায় ফিরতে সময় নেয়নি বার্সার শিষ্যরা। তিন মিনিটের মধ্যেই স্কোরলাইন ১-১ করেন বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। অধিনায়ক মেসির উঁচু করে বাড়িয়ে দেয়া বল, অফসাইডের ফাঁদ ভেঙে বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন ডি ইয়ং। পরে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ২৬তম মিনিটে ফের লিড নেয় স্বাগতিকরা। এবারও নিজেদের ভুলের মাশুল দিতে হয় বার্সাকে। মাঝমাঠে প্রতিপক্ষ ফরোয়ার্ড নাবিল ফেকিরের কাছে বল হারান আর্তুরো ভিদাল। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান ফেকির।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে, এগিয়ে থেকে বিরতিতে যাওয়া হয়নি বেটিসের। প্রথমার্ধের অতিরিক্তি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির ফ্রি কিক থেকে ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। অবশেষে সমতায় ফিরে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে এসে এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবু গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত। মেসির মাপা ক্রসে নিখুঁত হেড করেন ক্লেমেন্ত লংলে। বার্সা পায় জয়সূচক গোল, এসিস্টের হ্যাটট্রিক পূরণ হয় মেসির।

এরপর ম্যাচে উল্লেখযোগ্য ঘটনা বলতে ছিলো ৭৬ মিনিটে নাবিল ফেকির ও ৭৯ মিনিটে ক্লেমেন্ত লংলের লাল কার্ড দেখার ঘটনা। দুজনই দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন।

এ জয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে গেটাফে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত