বিশ্ব ক্রিকেটের মন জিতে নিল টাইগার যুবারা

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ যুবারা। তারই সাথে জিতে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের মনও। বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল—আমরা আসছি।

৯ ফেব্রুয়ারি (রবিবার) পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এই জয়ের পর বাংলাদেশের যুবাদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন অনেকেই। আকবরদের বড় ভাইয়েরা অর্থাৎ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমরা তো আছেনই। দেশের বাইরের অনেক ক্রিকেটাররাও অভিনন্দন জানিয়েছেন আকবরের দলকে। এই তালিকায় আছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের কাছে উত্তরসূরিরা হারলেও অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি হরভজন সিং, ইরফান পাঠানরা।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘এটি একটি দারুণ ফাইনাল ছিল। শিরোপা জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ভারত দল মন খারাপ করো না। তোমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’

ভারতের সাবেক বোলার ইরফান পাঠান লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা পালন করবে। ভারত দলও ভালো খেলেছে।’

বিখ্যাত কোচ টম মুডি টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য দারুণ মুহূর্ত। এই জয় তাদের প্রাপ্য। তারা ভবিষ্যতের তারকা।’ 

ইয়ান বিশপের টুইট, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের এই স্মৃতিটা জমা থাকবে। দর্শকদের জন্য দুই দলের খেলায় ছিল সুন্দর। কয়েকজনের বোলিং ছিল খুবই পরিপক্ব। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের জন্য তাদের অভিনন্দন। এটা তাদের প্রাপ্য।’

পাকিস্তানি সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ লিখেছেন, ‘বড় অর্জনের জন্য অভিনন্দন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত