টোকিও অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা, অপেক্ষায় ব্রাজিল

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮

সাহস ডেস্ক

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কলম্বিয়ার যুবাদের হারিয়ে সবার আগে টোকিও অলিম্পিকের মূল পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করল আর্জেন্টিনা। অপরদিকে এখনও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অপেক্ষায় আছে ব্রাজিল।

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনার যুবারা। এর আগে উরুগুয়েকেও হারিয়েছিল দুবারের স্বর্ণপদকজয়ীরা।

এদিন প্রথমার্ধে কোনো দলেরই গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধে ২টি গোল করে আর্জেন্টিনা এবং ১টি গোল করে কলম্বিয়া।

ম্যাচের ৫০তম মিনিটে উর্জি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পেরেজ। ম্যাচের ৬৭তম মিনিটে স্ট্রাইকার এডউইন চেত্রের কল্যাণে ব্যবধান কমায় কলম্বিয়া।

আর একটা গোল খেলেই কলম্বিয়ার সঙ্গে সমতায় চলে আসতে হতো, অলিম্পিকে যাওয়া অনিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। সে ভয় থেকেই কি না, হুট করে নায়ক থেকে খলনায়ক হয়ে গিয়েছিলেন প্রথম গোলদাতা উর্জি। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। ম্যাচের বাকি ২১ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় আর্জেন্টিনাকে।

এদিকে ব্রাজিলের অলিম্পিক ভাগ্য ঝুলছে। কারণ উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বাছাইপর্বের শেষ রাউন্ড শেষে আর্জেন্টিনার অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে ব্রাজিলের ২, উরুগুয়ের ১ ও কলম্বিয়ার ১ পয়েন্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত