মেসিই ইতিহাসের সেরা, এমবাপ্পে ফেনোমেনন: নেইমার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

সাহস ডেস্ক

ব্রাজিলীয়ান পিএসজি ফরোয়ার্ড নেইমার বলেছেন, ‘মেসির সঙ্গে খেলা ভিন্ন এক অভিজ্ঞতা এবং সেই থেকে আমরা বন্ধুও হয়ে গেলাম। আমি যাদের খেলতে দেখেছি, তাদের মধ্যে মেসিই ইতিহাসের সেরা।’

সম্প্রতি ফিফা’কে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে ‘ইতিহাসের সেরা’ উপাধি দিয়েছেন নেইমার। সেই সঙ্গে পিএসজিতে তার আক্রমণভাগের সঙ্গী ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পেকেও ‘ফেনোমেনন’ উপাদি দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‘এমবাপ্পে হলো ফেনোমেনন। ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়ার সব যোগ্যতাই আছে তার। তাকে সতীর্থ হিসেবে পাওয়া আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। মাঠে এবং মাঠের বাইরে আমাদের বোঝাপড়া দারুণ এবং আমি তাকে ভালোবাসি।’

লিওনেল মেসির প্রতি নেইমারের মুগ্ধতার কথা কারো অজানা নয়। বার্সেলোনায় দুজনের বন্ধুত্ব আর মাঠে তাদের জুটি প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মেসির সঙ্গে বার্সায় ৪ বছর খেলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই সময়ে দুজনে মিলে জিতেছেন ৮টি শিরোপা, যার মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং ক্লাব বিশ্বকাপের শিরোপাও। সুযোগ পেলেই তাই সাবেক ক্লাব সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পিএসজি ফরোয়ার্ডকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত