ইসলামাবাদে নিরাপদেই পৌঁছাল টাইগাররা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪

অনলাইন ডেস্ক

তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। গত মাসে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলেছিল দু’দল। এবার একটি টেস্ট খেলতে গতকাল রওনা দিয়েছিল টাইগাররা। যেখানে আজ বুধবার নিরাপদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাওয়ালপিন্ডিকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান-বাংলাদেশ।

ইসলামাবাদে বাংলাদেশ দলের পৌঁছানোর খবরটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের ভেরিফাইড টুইটার পেজে নিশ্চিত করেছে।

বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখা, বিসিবি টাইগাররা ইসলামাবাদে পৌঁছাল। রাজধানীতে সফরকারীদের উষ্ণ অভ্যর্থনা। শুক্রবার শুরু হচ্ছে প্রথম টেস্ট। এখনই টিকিট সংগ্রহ করুন।

পাকিস্তানে পৌঁছানোর পর আজ টিম হোটেলেই বিশ্রাম নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কাল সকালে অনুশীলন।

এদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, আগামীকাল দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে টাইগাররা।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম