ডি মারিয়ার অবদানেই নঁতেকে হারিয়ে পিএসজির জয়

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০

সাহস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানে স্বাগতিক নঁতেকে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল নেইমার বিহীন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের ম্যাচে চোটের কারণে এদিন খেলা হয়নি নেইমারের।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) লা বিউজরিতে স্বাগতিকদের ১-২ গোলে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা। তবে এই দুটি গোলে অবদান রাখেন আনহেল ডি মারিয়া।

এদিন নঁতের মাঠেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৯তম মিনিটে লিড পায় সফরকারীরা। আর্জেন্টাইন তারকা ডি মারিয়া শট নেন, কিন্তু ইকার্দির পায়ে লেগে প্রতিপক্ষের জালে বল জড়ায়। এরপর এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় প্যারিসরা।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫৭তম মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। সেই ডি মারিয়ার কর্নার থেকেই দলের জয় নিশ্চিত করা গোলটি করেন জার্মান ডিফেন্ডার থিলো কেরার।

এরপর ম্যাচের ৬৮তম মিনিটে নঁতের হয়ে ব্যবধান কমান মোজেজ সিমোন। পরে বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

এই জয়ে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্টে টেবিলের শীর্ষেই রইল পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে মার্সেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত