ম্যাচ জিতেও জরিমানা গুনতে হল ভারতকে

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯

সাহস ডেস্ক

গত ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ খেলেছিল ভারত। সে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি'র ৪০ শতাংশ কেটে রাখা হয়েছিল কোহলিদের। শাস্তি ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারির ১ তারিখ।

সেই ঘটনার ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও শাস্তির মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার শাস্তি পেতে হয়েছে পঞ্চম ম্যাচের জন্য। এ ম্যাচে বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার বদলে নেতৃত্ব দিয়েছেন রোহিত।

ম্যাচের ফলাফলে কোহলির মতোই জয় দিয়ে শেষ করেছেন রোহিত। আবার কোহলির মতো স্লো ওভার রেটেও ধরা পড়েছেন তিনি। রবিবার নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করেছে ভারত। যে কারণে সোমবার তাদের ম্যাচ ফি'র ২০ শতাংশ কেটে রাখার শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রোড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত