মেইঞ্জকে হারিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭

সাহস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় গত আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক মেইঞ্জকে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ।

১ ফেব্রুয়ারি (শনিবার) কোফেজ অ্যারেনায় মেইঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

এদিন ম্যাচের অষ্টম মিনিটে গোলের খাতা খুলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এর ৬ মিনিট পরেই বায়ার্নের ব্যবধানটা দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার। ম্যাচের ২৬তম মিনিটে ফের প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন থিয়াগো আলাকানতারা। 

তবে প্রথমার্ধের শেষ মিনিটে একটি গোল শোধ করে মেইঞ্জ। প্রথমার্ধে দু’দল চার গোল নিয়ে বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে এসে আর কোনো গোলের দেখা পায় না কোনো দলই। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম নাম্বারে আছে মেইঞ্জ। সমান ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লিপজিগ। সমান ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে বরুসিয়া ডর্টমুন্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত