আমার কাছে মনে হয়নি বাংলাদেশ টি-২০ খেলছিল: পাপন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ২০:৩০

সাহস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অনেকদিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা তাদের খেলা না। আমার কাছে মনে হয়নি বাংলাদেশ খেলছিল, বিশেষ করে টি-টোয়েন্টিতে।’

২৯ জানুয়ারি (বুধবার) নিজের বেক্সিমকো কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন বিসিবি প্রধান পাপন।

পাপন বলেন, ‘এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) সাধারণত যেভাবে খেলি এটা সম্পূর্ণ উল্টো মনে হয়েছে আমার, তাদের মাঝে সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। বিগত বছরগুলোতে এমনটি আগে কখনো দেখেনি।’

পাপন আরো বলেন, ‘৯০’র ঘরে গিয়ে বিনা উইকেটে থেকেও আমরা রান করতে পারছি না। ১২-১৪ ওভার যাওয়ার পরও আমরা ডিফেন্সিভ খেলছি, এটা নতুন এক অভিজ্ঞতা।’

সদ্য পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে সিরিজ খুইয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। আর শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল। তবে দলের সাথে পাকিস্তান সফর করেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

দেশের ফেরার পর এখন পর্যন্ত কোনো ক্রিকেটার সফর নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সাংবাদিকদের ডেকে সিরিজের হতাশার কথা বললেন বিসিবি প্রধান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত