অসহায় শীতার্তদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১২:৩১

সাহস ডেস্ক

বাংলাদেশ ফুটবলের একমাত্র পোস্টার বয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জন্ম ও বেড়ে ওঠা ডেনমার্কে। ডেনমার্কের সেই বিলাশ বহুল জীবন-যাপন ছেড়ে এসেছেন লাল-সবুজ জার্সিতে খেলবেন বলে। তিনি এসেছেন এবং জাতীয় দলের দ্বায়ীত্বটাও নিয়ে নিয়েছেন নিজের কাঁধে।

ফুটবল নিয়ে দেশের মানুষের আগ্রহ বাড়ার পেছনে তার ভূমিকা স্বীকার করতেই হবে। কেবল মাঠেই নন, মাঠের বাইরেও নানাভাবে বাংলাদেশকে ও এদেশের মানুষকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন এ অধিনায়ক। যার নজির দেখা গেল রাতের আঁধারে তার কম্বল বিতরণের মাধ্যমে।

গত সোমবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জামাল। কম্বল বিতরণের ছবি জামাল তার ফেসবুক পেজে আপলোড করে লিখেছেন, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য মানুষ এমনকি শিশু-কিশোর শহরের ফুটপাতে রাত যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে। এমনকি নানা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে বাধ্য হয়।’

তিনি আরো খেলেন, ‘কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার জন্য। তাই গতরাত ২টার সময় কিছু কম্বল নিয়ে ঢাকার বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাঁড়াতে। আসলে, আরও আগেই এমন কিছু করতে চেয়েছিলাম। তবে দেশের বাহিরে থাকায় সম্ভব হয়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত