গার্দিওলার কথা, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন: জেমি

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ১৪:২০

অনলাইন ডেস্ক

খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশের ফুটবল কোচ জেমি ডে একটি বার্তা পাঠিয়েছেন। সে বার্তায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার কথা বলেছেন জেমি, ‘খেলোয়াড়দের সম্মান করতে হবে। তাদের বিশ্রামের প্রয়োজন। তাদের মানসিক বিশ্রামের প্রয়োজন, শারীরিক বিশ্রামের প্রয়োজন। এমনকি শীত কালীন ছুটিরও প্রয়োজন আছে।’

বিশ্বের সব উন্নত দেশের ফুটবলারদেরই ব্যস্ত সূচি পালন করতে হয়। তবে মৌসুম শেষে নির্দিষ্ট সময়ে বিশ্রাম নিতে পারেন তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়সূচি না থাকায় সেই বিশ্রামটা আর নিতে পারেন না জামাল ভূঁইয়ারা।

জাতীয় দলের পারফরমেন্সে এই ক্লান্তির প্রভাব পড়েছে বলে মনে করেন জেমি। সাফ গেমস ব্যর্থতার জন্য খেলোয়াড়দের ক্লান্তিকে দায়ী করেছিলেন।

গার্দিওলার কথা ধরে সেই কথাটাই আবার মনে করিয়ে দিলেন জেমি, ‘প্রিমিয়ার লিগের (ইংলিশ) ফুটবলাররা সর্বোচ্চ রিকভারি সুযোগ-সুবিধা পেয়েও সাধারণত এক টানা ৪০টার বেশি ম্যাচ খেলেন না। অথচ আমি দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল ও ক্লাবের হয়ে এক টানা ৫০টার বেশি ম্যাচ খেলেছে জাতীয় দলের ফুটবলাররা। তাহলে কীভাবে ভালো পারফরমেন্সের আশা করা যায়।’

২০১৮ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের দায়িত্ব নেন জেমি। সেই এশিয়ান গেমস থেকে শুরু করে জাতীয় দলের খেলোয়াড়েরা এক টানা খেলে যাচ্ছেন বলে তাঁর অভিযোগ। স্বাভাবিকভাবে এ ক্ষেত্রে ঘরোয়া লিগ ও টুর্নামেন্টের ম্যাচগুলোও হিসেবে নেওয়া হয়েছে।