দর্শককে গালি দিয়ে ক্ষমা চেয়েও জরিমানায় স্টোকস

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৪:৩১

সাহস ডেস্ক

লেখার অনুপযুক্ত ভাষায় দর্শককে গালি দিয়ে ক্ষমা চেয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তাতেও পার পেলেন না ইংলিশ অলরাউন্ডার। আইসিসির নিয়মানুযায়ী দর্শককে গালি দেওয়া প্রথম পর্যায়ের অপরাধ। এতে কাল স্টোকসের ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্টও।

জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনে আনরিখ নর্তিয়ের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে দর্শককে গালি দেন স্টোকস। ব্যাটিংয়ে নামার আগে-পরে গালি শুনেছেন। সেগুলো তখন পাত্তা দেননি। কিন্তু আউট হয়ে ফেরার পথে আবার গালি শুনে মেজাজ সামলাতে পারেননি। গালি দিয়ে বলে বসেন, ‘যা বলেছ সেটা মাঠের বাইরে এসে বলো।’

পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমাও চাইলেন স্টোকস, ‘আমি স্বীকার করছি আচরণ পেশাদার ছিল না। যে ভাষা ব্যবহার করেছি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বিশেষ করে যেসব খুদে ক্রিকেট ভক্তরা সারা বিশ্বে ওই সময় টিভিতে খেলা দেখছিল। এ টেস্টে দুই দলের সমর্থকই দারুণ সমর্থন দেখিয়েছে। একটি ঘটনা দিয়ে এমন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের স্মৃতিকে নষ্ট করতে দেওয়া ঠিক হবে না।’

তবে ঘটনার তদন্তের পর স্টোকসের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পায় আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষও স্বীকার করেছেন স্টোকস। ম্যাচ ফি থেকে ২২৫০ পাউন্ড জরিমানা দিতে হবে স্টোকসকে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২ লাখ ৪৯ হাজার ৬৫২ টাকা। ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হতে পারেন স্টোকস। এর আগে তাঁর কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত