১৩ বছর পর ভ্যালেন্সিয়ার মাঠে হারল বার্সেলোনা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৬

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় পূর্ণ শক্তি নিয়েও স্বাগতিক ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছে কাতালান ক্লাব বার্সেলোনা। দীর্ঘ ১৩ বছর পর ভ্যালেন্সিয়ার মাঠে হারের মুখ দেখল কাতালানা।

২৫ জানুয়ারি (শনিবার) মেস্তালায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

কোপা দেল রে'র ম্যাচে জয় পাওয়া দলে সাতটি পরিবর্তন এনেছিলেন বার্সা কোচ কিকে সেতিয়েন। লিওনেল মেসি ফেরার পাশাপাশি গোল পোস্টের নিচে নিজের জায়গায় ফিরেছিলেন মার্ক আন্দ্রে-টের স্টেগান। এছাড়া জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি, জর্দি আলবা, আর্থার মেলো এবং সার্জিও বুসকেতস সবাই যার যার জায়গায় ফিরেছিলেন। কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েও ভ্যালেন্সিয়ার মাঠে স্বরূপ দেখাতে পারেনি কাতালানরা।

অথচ ম্যাচের সকল পরিসংখ্যান ছিলো বার্সার পক্ষেই। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছেন মেসি-গ্রিজম্যানরা। এমনকি আক্রমণও করেছে ১৪ বার। কিন্তু তারা লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ৫টি শট। যেগুলোও খুব বেশি জোরালো ছিলো না।

অন্যদিকে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার আক্রমণগুলো ছিলো দারুণ গোছানো। মাত্র ৮ বার তারা আক্রমণ করলেও লক্ষ্যে রাখতে পেরেছে ৬টি শট। যার মধ্যে দুইটিই প্রবেশ করেছে জালে। বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগান অন্তত গোটা চারেক দুর্দান্ত সেভ না দিলে বিশাল পরাজয়ই পেতে হতো ক্লাবটিকে।

ম্যাচের মাত্র ১০ম মিনিটেই বার্সার সর্বনাশ ডেকে এনেছিলেন পিকে। নিজেদের ডি-বক্সে ভ্যালেন্সিয়ার গায়াকে ফেলে দিয়েছিলেন এই ডিফেন্ডার। ফলশ্রুতিতে নিজে তো হলুদ কার্ড দেখলেনই, প্রতিপক্ষকে উপহার দিলেন গোলের দারুণ সুযোগ। কিন্তু সেবার ভাগ্য বার্সার পক্ষেই ছিল। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার ম্যাক্সিমিলিয়ানো গোমেস গঞ্জালেস। প্রথমার্ধে আরও তিনটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন স্টেগান। অবশেষে গোল শূন্যতে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ম্যাচের ৪৮তম মিনিটের সময় গোমেজের জোরালো শট জর্ডি আলবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্নান্দো তোরেসের বানিয়ে দেওয়া বলে কোনাকুনি এক শটে দলের জয় নিশ্চিত করেন ম্যাক্সিমিলানো গোমেজ।

কেউ কাউকে ছাড় না দেয়ার লড়াইয়ে এবার খানিক পিছিয়েই গেলো বার্সেলোনা। যার ফলে রিয়ালের সামনে সুযোগ এসেছে এগিয়ে যাওয়ার। সামনের ম্যাচের রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জিততে পারলে ঠিক ১০০ দিন পর বার্সাকে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠে যাবে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। আর এই হারের পরও ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে সেভিলা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত