প্রথম ম্যাচের রানও টপকাতে পারল না বাংলাদেশ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:০১

সাহস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডের মত খেলে ১৪১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। আর সেটাই ছিল লাহোরের এই মাঠে সর্বনিম্ন রানের রেকর্ড। আজ দ্বিতীয় ম্যাচে তার থেকে কমে ১৩৬ রান করে নিজেদের রেকর্ড ভাঙল টাইগাররা। পাকিস্তান পেল ১৩৭ রানের টার্গেট।

২৫ জানুয়ারি (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে শুধুমাত্র তামিম, আফিফ ও মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।

৫৩ বলে ৭ চার ১ ছক্কায় ৬৫ রানের একটি অনবদ্য হাফসেঞ্চুরি করে রান আউট হয়ে ফেরেন ওপেনার তামিম ইকবাল। এরপর আফিফ হোসেন ২১ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১২ রান করেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ২টি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও সাদাব খান ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের জবাবে ব্যাট হাতে নামবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত