জাবেরের কাছে হেরে ক্যারিয়ার শেষ করলেন ওজনিয়াকি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১৫:৪৬

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে তিউনিসিয়ার ওনস জাবেরের বিপক্ষে হেরে বর্ণাঢ্য ক্যারিয়ারটা শেষ করলেন ডেনমার্কের তারকা মেয়েদের সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি।

২৪ জানুয়ারি (শুক্রবার) মেলবোর্ন অ্যারেনায় জাবেরের বিপক্ষে ৭-৫, ৩-৬, ৭-৫ সেটে হেরে বিদায় নিয়েছেন ওজনিয়াকি।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অবসরের ঘোষণা দিয়েছেন এই টেনিস তারকা। ক্যারিয়ারে সর্বশেষ ২০১৮ সালে একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ওজনিয়াকি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়েছিলেন।

২৯ বছর বয়সী ডেনমার্কের এই তারকা ডব্লিউটিএ শিরোপা জিতেছেন ৩০টি। ৭১ সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন এই ডেনিশ ললনা। শেষটা হলো হতাশা নিয়ে।

বিদায়বেলায় ওজনিয়াকি বলেছেন, ‘এটি ছিল অসাধারণ এক ভ্রমণ। আমি এমন একটি ভুল করে ক্যারিয়ার শেষ করতে চেয়েছি, যা নিয়ে আমি আমার সম্পূর্ণ ক্যারিয়ারে কাজ করেছি।’