অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ

বৃষ্টিতে লাভই হয়েছে বাংলাদেশ যুবাদের

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১২:৪৮

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যুবারা। আগেই সুপার লিগ নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি পরিণত হয়েছিল শুধুই নিয়মরক্ষার লড়াইয়ে। যদিও শীর্ষে থাকার সুযোগ ছিল। তবে বৃষ্টির কল্যাণে হার এড়াতে পেরেছে যুবা দল।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। বৃষ্টিতে লাভ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আকবররা উঠেছেন কোয়ার্টার ফাইনালে।

সকাল থেকেই পচেফস্ট্রুম আকাশ ছিল মেঘে ঢাকা। থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। আগে ব্যাট করতে নামা বাংলাদেশের যুবাদের ইনিংসে বৃষ্টি নেমেছে কয়েকবার। এতে ম্যাচটি ৫০ ওভার থেকে ৩৯ এবং শেষে ৩৭ ওভারে নামিয়ে আনা হয়। বাংলাদেশের যুবারা ব্যাট করতে পেরেছে ২৫ ওভার পর্যন্ত। তখন স্কোরবোর্ডে সংগ্রহ ৯ উইকেটে ১০৬। লাহোরে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-তামিমরা যুবাদের মতো এত বাজে না করলেও ২০ ওভার খেলে ১৪১ রানকে ভালোও বলা যায় না।

ওপেনার তানজীদ হাসানের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৪। আর কোনো ব্যাটসম্যান ২০ রানের ওপাশে যেতে পারেননি। শুরু থেকেই খুঁড়িয়েছে যুবাদের ইনিংস। ৫১ রান তুলতে ৩ উইকেট হারানোর পর ১৫ ওভারের মধ্যে ৬ উইকেটে ৬৯ রানে পরিণত হয় আকবর আলীর দল। ১৫তম ওভারে আকবর ও শামীমকে তুলে নেন পেসার আব্বাস আফ্রিদি। ৬ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন পেসার আমির খান।

কাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে আরব আমিরাতের যুবারা। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। পাকিস্তানের যুবাদের সঙ্গে রানরেটে এগিয়ে আকবর আলীর দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত