পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৩৩

সাহস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ।

২৪ জানুয়ারি (শুক্রবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এদিন টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের হয়ে তামিম ইকবাল–নাঈম হাসান শুরু করলেন ওয়ানডের মেজাজে। পাওয়ার প্লেতে ৫.৮৩ রান রেটে বাংলাদেশ তুলতে পারল ৩৫।

পুরো ইনিংস চলল এমনই খুড়িয়ে খুড়িয়ে। কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৬২ রান এলেও সেটি মোটেও টি–টোয়েন্টিসুলভ হয়নি। তবে তামিম–নাঈমের জুটি থেমেছে ৭১ রানে (৬৬ বলে)। ৩৪ বলে ৪ চার ১ ছক্কায় ৩৯ রান করে শাদাব খানকে ডিপ স্কয়ারে ঠেলে দুই রান নিতে গিয়ে রানআউট হন ওপেনার তামিম ইকবাল।

এরপর ১৪.৩ ওভারে রানআউটের শিকার লিটন দাসও। ১৩ বলে ২ চারে ১২ রান করে শাহদাব খানের হাতে রান আউটের শিকার হন লিটন দাস। এর ঠিক এক বল পর বিদায় নিয়েছেন নাঈমও। ৪১ বলে ৩ চার ২ ছক্কায় ৪৩ রান করে শাহদাব খানের বলে ইফতেখারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম।

পরে আফিফ হোসেন ৯ রান ও সৌম্য সরকার ৭ রান করে ফিরলে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১৯) ও মোহাম্মদ মিঠুন (৫)।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, হারিস রৌফ ও শাহদাব খান ১টি করে উইকেট নেন।

টাইগারদের দেওয়া ১৪২ রানের জবাবে ব্যাট হাতে নেমেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত