বার্নলির বিপক্ষেও হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৪:০২

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিচের সারির দল বার্নলির বিপক্ষে বাজেভাবে হেরে টানা দুই ম্যাচ জয় বঞ্চিত থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এমন জয়ে ৫৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে সুখস্মৃতি নিয়ে ফিরল বার্নলি।

২২ জানুয়ারি (বুধবার) ওল্ড ট্রাফোর্ডে বার্নলির বিপক্ষে ২-০ গোলে হেরেছে ওলে গুনার সুলশারের শিষ্যরা। এর আগের ম্যাচে লিভারপুলের কাছে হারা রেড ডেভিলরা।

এদিন প্রথমার্ধে ভালো খেলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি ম্যানইউরা। উল্টো ম্যাচের ৩৯তম মিনিটে গোল হজম করে বসে দলটি। বেন মি’র পাস থেকে গোলটি করেন ক্রিস উড। এই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ম্যানইউ।

বিরতি থেকে ফিরে এসে আবারও পিছিয়ে পরে রেড ডেভিলরা। ম্যাচের ৫৬তম মিনিটে উডের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীদের জয় নিশ্চিত করেন জে রদ্রিগেজ। অবশেষে ২-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে দল।

এই হারে ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে বার্নলি। ২২ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলে রাজত্ব করছে লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত