বাংলাদেশের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত: ইনজামাম

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১৭:২৮

সাহস ডেস্ক

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তানে আসছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। পাকিস্তানের সরকার ও বোর্ড তাঁদের যে নিশ্চয়তা দিয়েছে নিরাপত্তা নিয়ে, সে নিশ্চয়তার ওপর বিশ্বাস রেখেছেন তাঁরা। অনেক ভালো বিষয় এটি।’

তবে তিন টি-টোয়েন্টি, দুই টেস্ট ও এক ওয়ানডে খেলতে তিনবার পাকিস্তান যাবে বাংলাদেশ, তিন মাসের মধ্যে। এই সিদ্ধান্তটা খুব একটা পছন্দ হয়নি ইনজামামের।

ইনজামাম বলেন, ‘আমার মনে হয় এভাবে ভেঙে ভেঙে খেলার চেয়ে পুরো সিরিজটি এক সফরে সীমাবদ্ধ থাকলেই বেশি ভালো হতো। তবে একটা বিষয় নিশ্চিত—পাকিস্তানের ক্রিকেটপ্রেমী মানুষের সামনে ক্রিকেট খেলতে তাঁদের অনেক ভালো লাগবে, তাঁরা অনেক উপভোগ করবেন।’

অনেক জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহরা আরেকবার গিয়ে একটা টেস্ট খেলে আসবেন। শেষ সফরে হবে একমাত্র ওয়ানডে ও বাকি টেস্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত