বেশ সন্তুষ্ট জেমি ডে

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০, ১৬:৪১

সাহস ডেস্ক

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে বলেছেন, ‘অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ম্যাচটি খেলতে হয়েছে আমাদের। তবু দুর্দান্ত খেলেছে ছেলেরা। তিন গোল দিয়ে কোনো গোল হজম না করায় আমি বেশি সন্তুষ্ট।’

১৯ জানুয়ারি (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর সংবাদ মাধ্যমকে সন্তুষ্টির কথা বলেন জেমি ডে।

জেমি ডে বলেন, ‘আমাদের আক্রমণভাগ আজ (রবিবার) দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত ফিনিশিং করেছে। অভিষিক্ত মানিকও ছিল অসাধারণ। প্রথম ম্যাচ খেলতে নেমে এত চাপের মধ্যে মানিক যেভাবে খেলেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।’

অনেক প্রাপ্তির ম্যাচেও আছে বড় অতৃপ্তি। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যাচের অধিনায়ক ও সেন্টারব্যাক তপু বর্মণ। বুরুন্ডির বিপক্ষে সেমিফাইনালে তপুকে পাওয়া যাবে না বলে জেমি বলেন, ‘তপু অত্যন্ত নির্ভরযোগ্য ডিফেন্ডার। বুরুন্ডির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাকে খুব প্রয়োজন ছিল।’

গতকাল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতি ফুটবল টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যদিও এই ম্যাচটির সমিকরণ ছিল এমনই যে হারলেই বাদ। যে জিদবে সেই সেমিফাইনালে পৌঁছাবে। এমন সমিকরণে জিতে সেমিফাইনালে পৌঁছেছে জেমি ডে’র শিষ্যরা।

ওই ম্যাচে গোল করা নিয়ে জেমির কপালে ছিল চিন্তার ভাঁজ। কাল মতিন মিয়ার জোড়া গোলের সঙ্গে উইঙ্গার ইব্রাহিমের পা থেকেও এসেছে একটি। বিপরীতে নিজেদের জাল অক্ষত। অধিনায়কের অনুপস্থিতিতে অভিষিক্ত হোল্ডিং মিডফিল্ডার মানিক হোসেন দুর্দান্ত খেলেছেন। আর এতেই সন্তুষ্টি কোচ জেমি ডে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত