সিশেলসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বুরুন্ডি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:২১

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্যাম্বায়ে আমিসির জোড়া গোলে সিশেলসকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আফ্রিকার দল বুরুন্ডি।

শনিবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিশেলসকে ৩-১ গোলে হারিয়েছে বুরুন্ডি। এর আগে প্রথম ম্যাচে মরিশাসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তারা।

এদিন ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রাখলেও ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে বুরুন্ডি। পেরি মনিয়াইয়ের গোলে এগিয়ে যায় সিশেলস। তবে ব্যবধানটা তারা ধরে রাখতে পারেনি। পিছিয়ে পড়ে আরো আক্রমণাত্মক খেলতে থাকে বুরুন্ডি। যদিও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি তারা। অবশেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বুরুন্ডি।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫৫তম মিনিটে জসপিনের গোলে সমতায় ফিরে বুরুন্ডি। এনদিকুমানা আসমানের শট পায়ে লাগে সিশেলসের গোলরক্ষকের। সেখান থেকে পাওয়া বলে লাফিয়ে ওঠে হেডে জাল খুঁজে নেন শিমিরিমানা জসপিন। আগের ম্যাচে মরিশাসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এখন পযর্ন্ত ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন জসপিন।

সমতায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বুরুন্ডি। ম্যাচের ৬০তম মিনিটে আমিসির গোলে এগিয়ে যায় বুরুন্ডি। সতীর্থের কাটব্যাকে প্লেসিং শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ট্যাম্বায়ে আমিসি। ২-১ গোলে এগিয়ে যায় বুরুন্ডি।

এরপর গোলের রেশ কাটতে না কাটতেই আমিসি নিখুঁত শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ালে ৩-১ গোলে এগিয়ে যায় বুরুন্ডি। শেষে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত বুরুন্ডির কোচ বিফুবুসা বলেন, ‘প্রথম গোল খেয়েও আমরা বিচলতি হয়ে পড়িনি। আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়াতে পারব। সেটাই হয়েছে। এখন সেমিফাইনালে বাংলাদেশ কিংবা শ্রীলংকা যেই আসুক না কেন, আমরা প্রস্তুত।’

অন্যদিকে সিশেলসের কোচ রালফজিন লুইসের আত্মবিশ্লেষণ, ‘আমরা গোল করে তা ধরে রাখতে পারিনি। মনোযোগের অভাব ছিল। সুযোগ নষ্ট হয়েছে অনেক। তাই হেরেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত