চলে গেলেন টানা ২১ ওভার মেডেনের মালিক বাপু নাদকারনি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:০০

সাহস ডেস্ক

ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা ২১ ওভার মেডেন করে রেকর্ড গড়া ভারতীয় দলের সাবেক অলরাউন্ডার বাপু নাদকারনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মূলত বার্ধক্যজনিত কারণেই ইহলোকের মায়া ত্যাগ করেছেন নাদকারনি। নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তিনি তার স্ত্রী এবং একমাত্র কন্যাকে রেখে গেছেন।

১৯৫৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল নাদকারনির। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ১৯৬৮ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে অকল্যান্ডে।

খেলোয়াড়ি জীবনে বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিতি ছিল নাদকারনির। দেশের হয়ে খেলেছেন ৪১টি টেস্ট। ব্যাট হাতে ১৪১৪ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৮৮টি উইকেট। ৪৩ রানে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই পরিসংখ্যান ভীষণ সমৃদ্ধ। ৮৮৮০ রানের সঙ্গে প্রথম শ্রেণিতে আছে তার ৫০০ উইকেট।

মূলত নিখুঁত লাইন লেহ্নের জন্যই সুপরিচিত ছিলেন নাদকারনি। ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার মেডেনের রেকর্ড করেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত