আজ বিপিএলের ফাইনালে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:২৬

সাহস ডেস্ক

আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবেন খুলনা টাইগারস ও রাজশাহী রয়েলস। এই ফাইনল ম্যাচটি উপভোগ করতে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। এর আগে গত বিপিএলে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আইসিসিপ্রধান শশাঙ্ক মনোহর।

আজ ১৭ জানুয়ারি (শুক্রবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল খুলনার বিপক্ষে মাঠে নামবে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধী দল রাজশাহী।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীই দেশটির ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। সে হিসেবে এবার বিপিএলের ফাইনালেও একজন ‘ওজনদার’ অতিথির উপস্থিতি থাকছে।

বিসিবি কেভিনকে নিমন্ত্রণ জানিয়েছিল মার্চে মুজিব বর্ষ উপলক্ষে হতে যাওয়া এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচে। তখন তাঁর আসা সম্ভব নয় বলেই এখন আসছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

তিনি বলেছেলে, ‘এ সময়ে ভারতে থাকবেন। আসলে বিপিএলের ফাইনালে আসতে পারবেন। আমরা তাতে সম্মতি দিয়েছি।’

কেভিনের সঙ্গে আজ ফাইনালে থাকছেন ক্রিকেট শ্রীলঙ্কার সহসভাপতি রবিন বিক্রমারত্নেও। রবিন অবশ্য কদিন ধরেই ঢাকায় আছেন। গত বিপিএলে শশাঙ্ককে দিয়ে পূর্বাচলে হতে যাওয়া বিসিবির নতুন স্টেডিয়ামের প্রতীকী নকশার উদ্বোধন করা হয়েছিল। এবার কি এমন কিছু থাকছে? দুই বোর্ডের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যেহেতু উপস্থিত থাকবেন, দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও কি আলাপ হতে পারে?

নিজামউদ্দিন বললেন, ‘এসব আসলে অনানুষ্ঠানিক আমন্ত্রণ। আমাদের টুর্নামেন্ট কেমন হয়, সেটি দেখাতেই আসলে তাদের দাওয়াত দেওয়া।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত