x

এইমাত্র

  •  দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও নয়জন, মৃত ২
  •  চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত; ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টিনে
  •  ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের ঢল
  •  রোববারের মধ্যে ১০ টাকা চালের বেনামি কার্ড জমা দেয়ার নির্দেশ
  •  করোনা মোকাবিলায় নৌযানে আইসোলেশন সেন্টার করা হবে

মেসিকে দেওয়ার মত কিছুই ছিলনা আমার কাছে: রোনালদিনহো

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:২৩

সাহস ডেস্ক

ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী সুপারস্টার রোনালদিনহো বলেছেন, ‘ওর (মেসি) শান্ত থাকাটা আমাকে অবাক করতো। সে কখনোই ঝামেলায় জড়াতো না। সে সবসময় পরিবার ও তার কাছের মানুষদের সঙ্গেই থাকতো। মেসির সব ছিল, আমার কাছ থেকে তার কিছু নেওয়ার ছিল না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের একথা বলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

রোনালদিনহো বলেন, ‘আমি যখন বার্সেলোনায় এলাম, তখনই মেসি নামক এক বালকের প্রশংসা শুনতে পাই। এরপর আমরা বন্ধু হলাম। আমরা একসঙ্গে খেলতে শুরু করলাম এবং দুজনে মিলে ভালো করতে শুরু করলাম। আমরা অন্যদের চেয়ে আলাদা ছিলাম এবং আমরা ফ্র্যাঙ্ক রাইকার্ডের সঙ্গে কথা বলতাম যাতে তিনি আমাদের সঙ্গে অনুশীলন করেন- সব বেশ দ্রুত ঘটছিল।’

‘আমার ভাগ্য ভালো ছিল যে ওর (মেসি) প্রথম গোলের পাস আমিই দিয়েছিলাম। সময়ের ব্যবধানে যে আপনার খুব কাছ থেকে শুরু করেছিল, সে একদিন সারা বিশ্বে রাজত্ব করতে শুরু করল, এটা দেখতে দারুণ লাগে। আমরা সবসময় খুব কাছাকাছি ছিলাম। আমরা অনেক শিখেছি, সে আমাকে স্প্যানিশ আর আমি ওকে পর্তুগিজ ভাষা শিখিয়েছি। তবে বলের ক্ষেত্রে আমাদের বোঝাপড়া ছিল অসাধারণ।’

ক্যাম্প ন্যুয়ের মেসির শুরুর সময়টাতে বার্সায় সুপারস্টারের মর্যাদায় ছিলেন রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপ জয়ী ২০০৩ সালে যখন কাতালান জায়ান্টদের হয়ে খেলা শুরু করলেন, ওই সময় মেসি কেবলই সিনিয়র দলে সুযোগ পাওয়ার পথ তৈরি করতে শুরু করেছেন।

বার্সা সিনিয়র দলের হয়ে মেসির প্রথম গোলেই দারুণ চিপে অ্যাসিস্ট করেছিলেন রোনালদিনহো। এরপর দুজনের জুটিতে এসেছে অসংখ্য সাফল্য। তাদের জুটিতে মুগ্ধ ফুটবলভক্তদের প্রায় সবারই ধারণা, বার্সায় মেসির সাফল্য পাওয়ার পথটা রোনালদিনহোই তৈরি করে দিয়েছিলেন, সেখানে সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মত ভিন্ন। মেসিকে দেওয়ার মতো তেমন কিছুই নাকি ছিল না তার কাছে!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত