আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৬:৫০

সাহস ডেস্ক

২০১৯ সালে বিশ্ব ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপনই ছিলো বেন স্টোকসের দুইটি ইনিংস। বিশ্বকাপের ফাইনালে বলতে গেলে একাই লড়ে দলকে জিতিয়েছেন। ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ইনিংস খেলে অ্যাশেজ বাঁচিয়েছেন। এছাড়াও বছরজুড়ে দারুণ ধারাবাহিকও ছিলেন এ ইংলিশ অলরাউন্ডার। দুর্দান্ত বছর কাটানোর পুরস্কার পেলেন এবার।

যার সুবাদে ২০১৯ সালে ভারতীয় ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে আইসিসির কর্তৃক ঘোষিত স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টোকস।

২০১৯ সালে ২০ ওয়ানডে খেলে ৭১৯ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেছেন স্টোকস। এগারোটি টেস্ট খেলে ২২ উইকেটের পাশাপাশি রান করেছেন ৮২১।

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ভারতের ওয়ানডে ওপেনার রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার পাশাপাশি পুরো বছরে সাতবার তিন অঙ্ক পেরোনোর পুরস্কার পেলেন তিনি।

ওদিকে পুরো বছরে ৫৯টি টেস্ট উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অন্য যেকোনো বোলারের চাইতে যা অন্তত ১৪ বেশি। আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

সহযোগী দেশগুলোর সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার। বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার।

বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকেরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহ্বান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে। ভারতীয় অধিনায়ক স্বীকৃতি পেয়েছেন সেটির জন্যই।

এবছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন কোহলি। তিনি জিতেছিলেন ২০১৭ ও ২০১৮ সালের বর্ষসেরার পুরস্কার। ২০১৯ সালেও ৮ টেস্টে ৬৮ গড়ে ৬১২ এবং ২৬ ওয়ানডেতে ৫৯.৮৭ গড়ে ১৩৭৭ রান করে সম্ভাব্য জয়ীর তালিকায় ছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত বছর কাটানো স্টোকস তাকে রুখে দিয়ে জিতে নিয়েছেন ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত