আমি নিশ্চিত, আমার অধিনে বার্সা ভালো খেলবে: সেতিয়েন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৫:০০

সাহস ডেস্ক

অনেক আলোচনা সমালোচনার পর কোচ আর্নেস্তো ভালভার্দেকে ছাটাই করে স্পেনের সাবেক ফুটবলার ও রিয়াল বেটিসের সাবেক কোচ কিকে সেতিয়েনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা।

১৪ জানুয়ারি (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে নতুন কোচকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে বার্সেলোনা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ৬১ বছর বয়সী এ স্প্যানিশ কোচ। জানিয়েছেন বার্সেলোনায় তার লক্ষ্যের কথা, নিশ্চয়তা দিয়েছেন তার অধীনে ভালো ফুটবল খেলবে দল।

সেতিয়েন সাংবাদিকদের বলেন, ‘ক্লাবকে ধন্যবাদ। আমি দূরতম কল্পনাতেও ভাবতে পারিনি যে এখানে (বার্সেলোনা) আসবো। আজ (মঙ্গলবার) আমার জন্য একটি বিশেষ দিন, আমি কৃতজ্ঞ। এই প্রকল্প এবং চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। গতকাল আমি নিজের শহরে ছিলাম আর আজ বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাচ্ছি!’

তিনি বলেন, ‘অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি।’

বার্সার নতুন কোচ বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না, এটা যথেষ্ট কি না, কিন্তু আমি কৃতজ্ঞ। যখন আমি কোনো দলে যাই, একটা ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, আমার অধিনে দল ভালো খেলবে।’

তিনি বলেন, ‘আমি জানি না, আমার পথই সেরা কি না। তবে এটাই আমার পথ। আমি বিশ্বাস করি, আমি যে পরিকল্পনা পছন্দ করি, সেটা ওদের কাছে নিয়ে যেতে পারব এবং সব কিছুরই উন্নতি করা সম্ভব। অবশ্যই মূল লক্ষ্য হবে যত সম্ভব সব জেতা।’

সেতিয়েন বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শন। আমাদের পদ্ধতিতে আমরা কিছু ব্যাপার হয়তো পরিবর্তন করব। আমাদের খেলোয়াড়দের মূল্যায়ন করতে হবে এবং ওদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু দর্শনের কোনো পরিবর্তন হবে না।’

তিনি বলেন, ‘এই ক্লাব চায়, প্রতি বছর উন্নতি করতে, যত বেশি সম্ভব শিরোপা জিততে এবং একই সঙ্গে ভালো খেলতে। বাস্তবতা হচ্ছে, যতক্ষণ না নতুন ক্লাবের ভেতরে যাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর সব কিছু জানা সম্ভব নয়, সব কিছুই নতুন।’

খেলোয়াড়দের বুঝে উঠতে আরও খানিক সময়ের প্রয়োজন জানিয়ে নতুন কোচ সেতিয়ন বলেন, ‘এই দল, এই খেলোয়াড়দের খেলা দেখাটা আমি অনেক বছর ধরে উপভোগ করছি। বিশ্বের সেরা খেলোয়াড়কে অনুশীলন করানো- আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এর অর্থটা কী। আমি তার এবং অন্যদের সঙ্গে কথা বলেছি। একটা ব্যাপার হচ্ছে শ্রদ্ধা, আরেকটা হচ্ছে সবাই নিজের জায়গায় থাকবে।’

সেতিয়েন আরো বলেন, ‘সবসময় মনে করি, আমার কাছে ভালভার্দে অত্যন্ত সঠিক ব্যক্তি। আমি তার কাজকে মূল্যায়ন করি। আমি তার সঙ্গে কথা বলেছি এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ সে দলকে লিগে শীর্ষে রেখে যাচ্ছে।’

আর্নেস্ত ভালভার্দেকে বরখাস্ত করে তার জায়গায় স্পেনের সাবেক ফুটবলার ও রিয়াল বেটিসের সাবেক কোচ কিকে সেতিয়েনকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন কোচ সেতিয়েনকে পরিচয় করিয়ে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

দায়িত্ব বুঝে নেয়ার প্রথম দিনেই দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছিলেন সেতিয়েন। গত মে মাসের পর থেকে তিনি ছিলেন এক অর্থে বেকার। প্রায় ৮ মাস পর হুট করে বার্সেলোনার মতো বড় ক্লাবের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত তিনি। বার্সার প্রস্তাব লুফে নিতে পাঁচ মিনিটও ভাবেননি সেতিয়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত