ওয়ার্নার-ফিঞ্চের হাতেই ধরাশয়ী ভারত

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ২১:১৬

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে স্বাগতিক ভারতকে ধরাশয়ী করেছে সফরকারী অস্ট্রেলিয়া।

আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) মুম্বাইতে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে ১-০তে এগিয়ে আছে সফরকারীরা।

এদিন টসে জিতে আগে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্র জানায় সফরকারী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯ চার ১ ছক্কায় ৭৪ রান করে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। পরে ৬১ বলে ৪ চারে ৪৭ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা লোকেশ রাহুল। ৩৩ বলে ২ চার ১ ছক্কায় ২৮ রান করে ফেরেন রিশাব পান্থ। ৩২ বলে ২ চার ১ ছক্কায় ২৫ রান করে ফেরেন রবিন্দ্র জাদেজা। এর আগে ১৪ বলে ১ ছক্কায় ১৬ রান করে ফেরেন দলের অধিনায়ক বিরাট কোহলি।

অজিদের হয়ে মিচেল স্টার্ক ৩টি, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন ২টি করে এবং এডাম জাম্পা ও এ্যাশটন আগার ১টি করে উইকেট নেন।

ভারতের দেওয়া ২৫৬ রানের জবাবে ৩৭.৪ ওভারে বিনা উইকেট ও জোড়া সেঞ্চুরিতে ২৫৮ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেঞ্চুরি দুটি করেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। খেলা শেষের আগে ১১২ বলে ১৭ চার ৩ ছক্কায় ১২৮ রান করেন ওয়ার্নার এবং ১১৪ বলে ১৩ চার ২ ছক্কায় ১১০ রান করেন ফিঞ্চ।

ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত