বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেব: মাশরাফি

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:১৬

সাহস ডেস্ক

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘পারফরমারদের যাচাই বাছাইয়ের দায়িত্ব ও কর্তব্য নির্বাচকদের। অধিনায়ক মনোনীতও করে বোর্ড। এখন বিসিবি চাইলে আমি ক্যাপ্টেনসি (অধিনায়কত্ব) ছেড়ে দেব।’

আজ ১৩ জানুয়ারি (সোমবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনের বিদায়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে একথা বলেন মাশরাফি।

তবে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে দেরি হয়নি তার। ধন্যবাদটা তিনি দিয়েছেন, তাকে ঘটা করে বিদায় সম্ভাষণ জানানোর ঘোষণা দেয়ায়। বিশ্বকাপে বাংলাদেশের খেলা শেষ হওয়ার পর লন্ডনে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মাশরাফিকে বীরের মর্যাদায় বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।’

গতকাল ১২ জানুয়ারি (রবিবার) আবারও বিসিবি বস বললেন, ‘মাশরাফিকে যতটা সম্ভব ঘটা করে বিদায় জানানো হবে এবং সেটা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বিদায়ীপর্ব।’

তবে এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমার অমন বড়সড় বিদায়ী সংবর্ধনার প্রয়োজন নেই।’

মাশরাফির আরো বলেন, ‘ভালো কিছু হলে ভালো। না হলেও সমস্যা নেই। বিসিবি চাইলে এই মুহূর্তে অধিনায়কত্বও ছেড়ে দিতে রাজি আছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত