বিপিএল বঙ্গবন্ধুর নামেই থাকবে: পাপন

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৪

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আজকে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বিপিএলের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসেবেই থাকবে। ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু বিপিএলই করে দিচ্ছি।’

১২ জানুয়ারি (রবিবার) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র কার্যনির্বাহী সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন পাপন।

পাপন আরও বলেন, ‘এই বছর হচ্ছে (বঙ্গবন্ধুর) জন্মশতবার্ষিকীর বছর, এই সময়ে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। আর আমাদের ইচ্ছে হচ্ছে, এই নামটাই স্থায়ীভাবে রেখে দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি এলেও কোনো সমস্যা নাই। ওরা আসবে, থাকবে। আমরা (টুর্নামেন্টের) নামটা কেবল বঙ্গবন্ধু বিপিএল করে দিচ্ছি।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল শুধু এবারের জন্যই বঙ্গবন্ধুর নামে করা বিপিএলের নামকরণ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নামেই আয়োজিত হবে পরবর্তী সব আসর।