ইউরোপের শীর্ষ পাঁচ লিগে লিভারপুলের মত নজির গড়তে পারেনি কেউ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৩:০৮

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে রবের্তো ফিরমিনোর একমাত্র গোলে স্বাগতিক টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থেকে জয়ে ধারা বাজায় রেখেছে লিভারপুল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন নজির গড়তে পারেনি কোনো দলই।

১১ জানুয়ারি (শনিবার) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মরিনহোর শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিন ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর গোলে স্পার্সদের ১-০ ব্যবধানে হারিয়ে গত এক বছর ধরে প্রিমিয়ার লিগে পরাজয়ের মুখ না দেখা লিভারপুল টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা অব্যাহত রেখেছে। কাল জয়ের পর ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে লিভারপুল। অর্থাৎ সম্ভাব্য ৬৩ পয়েন্টের মধ্যে ৬১ পয়েন্টই পেয়েছে তারা।

এর আগে রেকর্ডটি ছিল ম্যানচেস্টার সিটির। দুই বছর আগে ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়েছিল সিটিজেনরা। এবার পেপ গার্দিওলার শিষ্যদের যেন সব জায়গায় পিছে ফেলেছে ক্লপের দল। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান ১৭। দ্বিতীয় লেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ১৬ পয়েন্টের।

পয়েন্ট টেবিলের রবার্তো ফিরমিনোদের পারফরম্যান্স ব্যবচ্ছেদ করলেও চমকে যেতে হয়। ২১ ম্যাচে ২০ জয় ১ ড্র ; হার নেই। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এর আগে কোনো দলই এক মৌসুমে ২১ ম্যাচ পর্যন্ত এসে এত পয়েন্ট (৬১) সংগ্রহ (ম্যাচে জয় প্রতি ৩ পয়েন্ট ধরে) করতে পারেনি। এখন অনেকেই মনে করছেন, লিভারপুল হয়তো ২০০৩-০৪ মৌসুমে আর্সেনালের স্মৃতিই ফিরিয়ে আনবে। সেবার প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল গানাররা। অনেকেই মনে করছেন, অপরাজিত থাকার কৃতিত্ব গড়বে লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত