ঢাকাকে হারিয়ে দারুন জয় পেয়েছে রংপুর

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৭:৪৯

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনকে হারিয়ে দারুন জয় তুলে নিয়েছে রংপুর রেঞ্জারস।

আজ ১০ জানুয়ারি (শুক্রবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১১ রানে হারিয়েছে রংপুর।

এদিন টসে জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জারস।

দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫ চার ২ ছক্কায় ৪৬ রান করে তিসারা প্যারেরার বলে ক্যাচ দিয়ে ফিরেন লুইস গ্রিগোরি। পরে ২৪ বলে ৪ চার ১ ছ্ক্কায় ৩৫ রান করে শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফিরেন আল-আমিন এবং ২৪ বলে ৩ চারে ২৮ রান করে তিসারা প্যারেরার বলে বোল্ড হয়ে ফিরেন জহুরুল ইসলাম। এছাড়া আর তেমন কেউ ভালো করতে পারেনি।

ঢাকার হয়ে তিসারা প্যারেরা ৩টি, শাদাব খান ২টি এবং মেহেদি হাসান ও মাশরাফি ১টি করে উইকেট নেন।

রংপুরের দেওয়া ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা প্লাটুন।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ২ চার ১ ছক্কায় ৩৪ রান করে আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার তামিম ইকবাল। ২৪ বলে ৩ চারে ২০ রান করে আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ানডাউনে নামা মেহেদি হাসান। পরে ১৪ বলে ৩ চারে ১৮ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফিরেন মুমিনুল হক। এরপর আর কেউ ভালো করতে পারেনি। অবশেষে ঢাকাকে ১১ রানে হারিয়ে জয় তুলে নেয় রংপুর।

রংপুরের হয়ে আরাফাত সানি ২টি, তাসকিন আহমেদ ও জাকির খান ২টি করে এবং মোস্তাফিজ ও গ্রেগোরি ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন লুইস গ্রেগোরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত