ইকার্দির হ্যাটট্রিকে ফ্রেঞ্চ লিগের সেমিতে পিএসজি

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১৩:০৬

সাহস ডেস্ক

ফ্রেঞ্চ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাই তারকা মাউরো ইকার্দির হ্যাটট্রিকে ১০ জনের দলে পরিণত হওয়া সেইন্ট ইতিয়েনকে বিধ্বস্ত করে লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

৮ জানুয়ারি (বুধবার) পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ইতিয়েনকে ৬-১ গোলে হারিয়েছে পিএসজি। মাউরো ইকার্দির হ্যাটট্রিক ছাড়াও স্কোরশিটে নাম লেখান নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। অন্য গোলটি আসে আত্মঘাতী হিসেবে।

এদিন ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ইকার্দি। থমাস মিউনারের বুদ্ধিদীপ্ত পাস ধরে বল জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি আর্জেন্টাইন তারকার। কোয়ার্টার ফাইনালের উড়ন্ত সূচনা পায় পিএসজি।

দ্বিতীয় গোলটি করেন নেইমার। ম্যাচের ৩৯তম মিনিটের সময় আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান ব্রাজিলিয়ান সুপারস্টার। বিরতির আগেই ব্যবধান হয়ে যায় ৩-০। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে ৪৪তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইতিয়েনের হেসে মৌলিন। এই ৩-০ গোল নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় পিএসজি। গোলও পেয়ে যায় শুরুর দিকে। ম্যাচের ৪৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন মাউরো ইকার্দি। পরে ম্যাচের ৫৭তম মিনিটে কাইলিয়ান এমবাপের পাসে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি।

পরে ম্যাচের ৬৭তম মিনিটে আরো বাড়ান কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক হিরো ইকার্দির পাসে প্রতিপক্ষের জালে বল জড়াতে ভুল করেননি এমবাপ্পে। এরপর ম্যাচের ৭১তম মিনিটে একটি গোল শোধ করেন ইতিয়েনের ইয়োহান কাবায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত