রংপুরকে বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ২২:০৬

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জারসকে হারিয়ে দারুন জয় পেয়েছে ঢাকা প্লাটুন।

আজ ৮ জানুয়ারি (বুধবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুরকে ৬১ রানে হারিয়েছে ঢাকা।

এদিন টসে জিতে আগে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রেঞ্জারস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।

দলের হয়ে শুরুটা দারুন হলেও শেষটা ভালো হয়নি ঢাকার। শুধু তামিম ইকবাল এবং শাদাব খান রান পেয়েছেন। ৩৮ বলে ৫ চারে ৪০ রান করে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার তামিম ইকবাল। এবং ১৯ বলে ১ চার ৩ ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। এছাড়া আর কেউ ভালো করতে পারেনি।

রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ৩টি করে, মোহাম্মদ নবি ২টি এবং লুইস গ্রেগোরি ১ উইকেট নেন।

ঢাকার দেওয়া ১৪৬ রানে জবাবে খেলতে নেমে ১৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে করে রংপুর। দলের হয়ে তেমন কেউই ভালো করতে পারেনি। মোহাম্মদ নাঈম ৪ রান ও অধিনায়ক শেন ওয়াটসন শূন্য রানে ফিরেন। এরপর ১২ বলে ১ চার ২ ছক্কায় ২০ রান করে ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ানডাউনে নামা ক্যামেরুন ডেলপোর্ট। ২২ বলে ৩ চারে ২৩ রান করে মাশরাফির বলে ক্যাচ দিয়ে ফিরেন আল-আমিন হোসেন। এরপর আর কেউ ভালো করতে পারেনি। অবশেষে ঢাকার কাছে ৬১ রানে হেরেছে রংপুর।

ঢাকার হয়ে মেহেদী হাসান ৩টি, মাশরাফি, ফাহিম আশরাফ ও শাদাব খান ২টি করে এবং হাসান মাহমুদ ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন শাদাব খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত