জয় পেয়েও লুইসেরে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৫

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে ৯৯ রানে অপরাজিত থাকা ক্যারিবীয় ওপেনার এভিন লুইস সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।

৭ জানুয়ারি (মঙ্গলবার) ব্রিজটাউনে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিন টসে জিতে আগে ব্যাট করার স্বিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে আইরিশরা।

দলের হয়ে স্বাগতিক বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে লোরকান টাকারের ব্যাট থেকে। মার্ক আদিয়ার করেন ২৯ রান।

ক্যারিবীয় বোলারদের হয়ে আলজারি জোসেফ ৪টি করে, শেলডন কোটরেল ও হেইডেন ওয়ালশ ২টি করে এবং কিমো পাইল ও রোস্টন চেজ ১টি করে উইকেট নেন।

আইরিশদের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে এভিন লুইসের ব্যাটে ভর করে ১৮৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

দলের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ৯৯ করে অপরাজিত থাকেন এভিন লুইস।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট পান সিমি সিং।

একই ভেন্যুতে আগামী ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত