এটা আমাদের জন্য বিশাল অর্জন: ইমরুল হাসান

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:২৬

সাহস ডেস্ক

বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেছেন, ‘আমাদের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের অবদান সবচেয়ে বেশি। তাদের অঢেল পরিশ্রমের কারণে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এজন্য আমি সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং এর মূল কারিগর যারা, বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষের সোবহান সাহেবেরই।’

৫ জানুয়ারি (রবিবার) ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে দেশের ফুটবলের বড় পরাশক্তি বসুন্ধরা কিংস। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেয়ে একথা বলেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের নিরন্তর সহোযোগিতা, সাহায্য ও অনুপ্রেরণা না পেলে আমরা কাজ করার উৎসাহ পেতাম না এবং এই পর্যায়ে আসতে পারতাম না। সুতরাং আমি বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষ সোবহান ভাইয়ের প্রতি সর্বাত্মক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ইমরুল হাসান আরো বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে, নতুন দল হিসেবে চারটি টুর্নামেন্ট খেলে তিনটিতে চ্যাম্পিয়ন আর একটি রানার্স আপ হওয়া। এটা আমাদের জন্য এক বিশাল অর্জন বলে আমি মনে করি।’

এর আগে গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনালে হেরেছিল বসুন্ধরা কিংস। তবে প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ ফুটবলের অন্যতম পরাশক্তির ক্লাবটি। বাকি ছিলো শুধু ফেডারেশন কাপ। এবারের ফেডারেশন কাপ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলের সবগুলো টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছে বসুন্ধরা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে আগামী এএফসি কাপের প্লে-অফে খেলাও নিশ্চিত করলো তারা।

এ বিষয়ে বসুন্ধরা কিংসের অধিনায়ক দানিয়েল কলিন্দ্রেস বলেছেন, ‘দলের সবার চেষ্টাতেই এমন সাফল্য এসেছে। আমি খুবই আনন্দিত দলের এমন সাফল্যে। পুরো দলের কৃতিত্ব এটি। গত বছর এই শিরোপাটা জিততে পারিনি। এবার জিতলাম।’

কলিন্দ্রেস আরো বলেন, ‘আমি বসুন্ধরা কিংসে খেলতে পেরে অত্যন্ত খুশি। লিগ শুরুর আগে এই শিরোপা জয় আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং এএফসি কাপেও আমরা  আশা করি ভালো করবো। তবে এই কৃতিত্বটা আমি একা নেবো না। পুরো দল, সাইড বেঞ্চের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সবারই।’

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন বলেছেন, ‘এই সাফল্য দলগত পারফরম্যান্সের কারণে হয়েছে। গতবার শিরোপা মিস করেছিলাম আবাহনীর কাছে হেরে। এবার সেটা পেরেছি। আমার মনে হয়, আমরা যে ভুলগুলা করেছিলাম সেটা করিনি এবার। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটা ভুল করেছিলাম পরে সেটা পুষিয়ে দিয়েছি। তাই শিরোপা জিততে পেরেছি।’ 

দেশের মৃত প্রায় ফুটবলে নতুন করে জীবন ফিরিয়ে এনেছে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীর একক আধিপত্য ছাপিয়ে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে দলটি। এবার দেখার অপেক্ষা, ফুটবলের এই নতুন গণজাগরণ বসুন্ধরা কিংস আরও বেশি উজ্জ্বল করতে পারে কিনা। তবে ক্লাবের সাফল্যই বলে দেয় যে, বসুন্ধরা কিংস দেশের ফুটবলে রাজত্ব করতেই এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত