ম্যানচেস্টার ইউনাইটেডকে রক্ষা করলেন গ্রিনউড

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০১

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যাসন গ্রিনউডের গোলে এভারটনের বিপক্ষে হারের হাত থেকে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

১৫ ডিসেম্বর (রবিবার) ওল্ড ট্রাফোর্ডে এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার সুলশারের শিষ্যরা।

এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ৩৬তম মিনিটে ভিক্টর লিন্ডডেলফের আত্মঘাতি গোলে প্রথমে এগিয়ে যায় সফরকারী দল এভরাটন। পিছিয়ে পড়ে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে সুলশারের শিষ্যরা। কিন্তু প্রথমার্ধে গোল পরিশোধ না করতে পারলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।

বিরতি থেকে ফিরে এসে হারের মুখ থেকে রেড ডেভিলদের রক্ষা করেছেন ম্যাসন গ্রিনউড। ম্যাচের ৭৭তম মিনিটে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেড।

এই ড্রয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে এভারটন।