পাকিস্তান সফরে কাউকে জোর করবে না বিসিবি: পাপন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৬

সাহস ডেস্ক

আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে জাতীয় দলের ক্রিকেটাররা যেতে রাজি না হলে কাউকে জোর করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

১৪ ডিসেম্বর (শনিবার) সাংবাদিকদের একথা জানান নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিলাম। এর আগে মেয়েদের দল, এইচপি দল খেলে এসেছে। জাতীয় দলের ছাড়পত্র এখনো আমরা পাইনি।’

তিনি বলেন, ‘যদি নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন করেন, সেটা অনূর্ধ্ব-১২ হোক, জাতীয় দল হোক, নিরাপত্তা নিরাপত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি, সম্ভাবনা রয়েছে আমরা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে যাব। তারপরও যেহেতু আমরা হাতে পাইনি কাগজটা এবং ওনারা গিয়েছেন, দেখেছেন। সেক্ষেত্রে আমরা আশা করছি যেকোনো দিন পেয়ে যাব। পাওয়ার পর বলতে পারব আমাদের সিদ্ধান্তটা কী হবে।’

পর্যবেক্ষক দলের প্রতিবেদন ইতিবাক হলেও এখানে ক্রিকেটারদের মতামতের ওপর গুরুত্ব দেবে বিসিবি বলে পাপন জানান, ‘এখানেও বড় প্রশ্ন আছে প্লেয়ারদের। তাদের মতামতও এখানে গুরুত্বপূর্ণ কে যেতে চায় বা চায় না। এখানে অনেকগুলো ব্যাপার আছে। বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে। সবমিলিয়ে সবকিছু প্রায় শেষের দিকে আছে। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই আমরা বসব। আশা করছি আগামী ৪-৫ দিনের মধ্যে এটার একটা ডিসিশন নিতে পারব।’ 

খেলোয়াড়দের সফরে যেতে জোর করার ব্যাপারে পাপন আরো বলেন, ‘সফরের ব্যাপারে জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। এটা হলো এখন পর্যন্ত আমার চিন্তা। কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প টিম যাবে নাকি ওরাই যাবে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে।’

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদন এখনো হাতে পায়নি বিসিবি। তাই পাকিস্তান সফর এখনও নিশ্চিত নয়। যদিও নারী দল ও এইচপি দল গেল অক্টোবর মাসে পাকিস্তান সফর করে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত