গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চলতি লিগের ৩২ দলের মধ্যে একমাত্র জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছয় ম্যাচে জিতেই গ্রুপ বর্প শেষ করেছে।

১১ ডিসেম্বর (বুধবার) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। এ ছাড়া গ্রুপপর্বের ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ২৪ গোল জড়িয়েছে জার্মান ক্লাবটি।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে কিংসলি কোম্যানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ম্যাচের ২০তম মিনিটে রায়ান সেসেগননের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দু’দলই দুর্দান্ত লড়তে থাকে। তবে প্রথমার্ধের শেষ সময়ে অর্থাৎ ম্যাচের ৪৫তম মিনিটে থমাস মুলারের গোলে আবারও এগিয়ে যায় জার্মান ক্লাবটি। পরে ২-১ গোলে ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে দারুন ছন্দময় ফুটবল উপহার দেয় বায়ার্ন। ম্যাচের ৬৪তম মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে স্কোরলাইন ৩-১ করেন তারা। বাকি সময়ে আর কেউ গোলমুখ খুলতে পারেননি। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন জার্মান জায়ান্টরা।

এই জয়ে ৬ ম্যাচের ৬টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত