সাউথ এশিয়ান (এসএ) গেমস

বাংলাদেশকে সোনা উপহার দিয়েই সকাল শুরু করেছে পুরুষ আর্চাররা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫

সাহস ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্টে রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতে দিন শুরু করেছেন বাংলাদেশের আর্চাররা। এটাই এসএ গেমসে আর্চারিতে বাংলাদেশের সেরা সাফল্য।

আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে শ্রীলঙ্কাকে ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। প্রথম সেটে ৫৫-৫১ সেটে জেতে বাংলাদেশ। পরের সেটে অবশ্য হারে ৫৫-৫৭ পয়েন্টে। এরপর দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জেতে ৫৪-৫১ ব্যবধানে। এরপর ৫৪-৫৪ তে টাই হয়েছে। অবশেষে ৩-২ সেট পয়েন্টে সোনা জিতেছে বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশ সব মিলিয়ে ৮টি সোনার পদক জিতল এসএ গেমসে। আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে ওঠা বাংলাদেশ শুরুতেই জিতেছে একটি সোনা। বাকি ৯টি সোনার পদকও জেতার আশা বাংলাদেশের।

সোনার পদক জেতার পর উচ্ছ্বসিত রোমান সানা বলছিলেন, ‘এসএ গেমসে এটা আমার প্রথম খেলা। প্রথম গেমসে সোনা জিতে খুব ভালো লাগছে। বাকি সব ইভেন্টে ফাইনালে উঠেছি। আশা করি বাকিগুলোতেও জিততে পারব।’

দলগত ইভেন্টের বাইরে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন রোমান সানা। তিনি হারিয়েছেন তামিমুল ইসলামকে। ৯ ডিসেম্বর ফাইনালে কিনলে শেরিংয়ের বিপক্ষে খেলবেন রোমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত