সাউথ এশিয়ান (এসএ) গেমস

নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

সাহস ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে ফুটবল ইভেন্টে আগামীকাল নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

আগামীকাল রবিবার (৮ ডিসেম্বর) দাসেরহাট রঙ্গশালায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে জেমি ডে’র শিষ্যরা।

এর আগে ভুটানের কাছে হারের পর মালদ্বীপের বিপক্ষে ড্র। এতেই বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নটা ধূসর হয়ে গিয়েছিল। কিন্তু নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে জামাল ভূঁইয়াদের সেই স্বপ্নটা আবার জেগেছে।

প্রথমে শোনা গিয়েছিল ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধান বিবেচ্য হবে। সে ক্ষেত্রে কাল নেপালকে অন্তত ৩ গোলের ব্যবধানে হারাতে হতো বাংলাদেশের। তবে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে গোল ব্যবধান নয়, মুখোমুখি লড়াইয়ের জয়ী দলটিই খেলবে ফাইনালে। সেই হিসেবে ফাইনালে খেলতে হলে জিতলেই হবে জামাল ভূঁইয়াদের।

রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেপাল।

আজ নেপাল মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় চলে গেছে। কাল ড্র হলে রানার্সআপ হিসেবে ফাইনালে স্বাগতিক নেপাল। আজ দিনের শেষ খেলায় ভুটান শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে আজ সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভুটান।

দল              ম্যাচ    পয়েন্ট     গোল ব্যবধান
ভুটান            ৪          ৯               ১
নেপাল           ৩         ৭                ৫
বাংলাদেশ       ৩         ৪                ০
শ্রীলঙ্কা            ৪         ২               -১
মালদ্বীপ          ৪         ২               -২

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত