সাউথ এশিয়ান (এসএ) গেমস

শান্তর অনবদ্য ইনিংসে বাংলাদেশের জয়

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬

সাহস ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে অষ্টমতম ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়ে দারুন জয় পেয়েছে বাংলাদেশ।

আজ শনিবার (৭ ডিসেম্বর) কির্তিপুরে নেপালকে ৪৪ রানে হারিয়েছে নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন দল।

এদিন টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে স্বাগতম জানায় নেপাল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে বাংলাদেশ।

দলের হয়ে ৬০ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৭৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ানডাউনে নামা অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পরে ২৮ বলে ৬ চার ১ ছক্কায় ৫২ রানের একটি দুর্দান্ত ফিফটি করে বোল্ড হন আফিফ হোসাইন। এর আগে ওপেনার মোহাম্মদ নাঈম (৬) ও সৌম্য সরকার (৬) রান করে সাজ ঘরে ফিরেন।

নেপালের হয়ে পরশ খাডকা ৩টি, দিপেন্দ্র সিং আরি ২টি ও অবিনাশ বোহারা ১টি করে উইকেট নেন।

শান্তদের দেওয়া ১৫৬ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক নেপাল।

দলের হয়ে ৪৩ বলে ৩ চার ১ ছক্কায় ৪৩ রান করে সৌম্য সরকারের বলে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক ওপেনার জিনেন্দ্র মাল্লা। এরপর ১৩ বলে ২ চারে ১৬ রান করে সৌম্য সরকারের বলে ক্যাচ দিয়ে ফিরেন দিপেন্দ্র সিং আরি। বাকিরা তেমন কেউ ভালো করতে পারেনি। অবশেষে ৪৪ রানে হেরে যায় নেপাল।

বাংলাদেশের হয়ে সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার ও মেহেদী হাসান ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হাসান শান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত