ভুটানকে হারিয়ে বাংলাদেশের বড় জয়

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:২৮

সাহস ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ক্রিকেট ইভেন্টের টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করেছে ভুটান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন দুই ওপেনার তেনজিন ওয়াংচুক জুনিয়র ১৫ রান ও জিগমে ডঙ্গি ১২ রান। বাকিরা কেউেই তেমন ভালো করতে পারেনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ মানিক খান ২টি এবং মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও সৌম্য সরকার ১টি করে উইকেট নিয়েছেন। 

ভুটানের দেওয়া ৭০ রানের তাড়া করতে নেমে মাত্র ৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনিং জুটিতেই ৭৪ রান করে দলকে জয় এনে দেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানের একটি ঝরো ইনিংস সাজান সৌম্য সরকার। এবং ১৩ বলে ১ ছক্কায় ১৬ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম।

ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা।

আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) স্বাগতিক নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত