ভিএআর প্রযুক্তি একটি দুর্যোগ: উয়েফা প্রেসিডেন্ট

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২

সাহস ডেস্ক

উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন বলেছেন, ‘ভার একটি দুর্যোগ। এমনটা হওয়া উচিৎ নয় যে, এক বা দুই সেন্টিমিটারের জন্য বাঁশি বাজাতে হবে। এমনটা হওয়া উচিৎ নয় যে, বড় নাকের জন্য আপনাকে অফসাইড দেখতে হবে। আমরা ১০ বা ২০ সেন্টিমিটার একটা মার্জিন দেবো।’

তিনি বলেন, ‘অফসাইডের সময় এ প্রযুক্তি কঠোরভাবে প্রয়োগ করা হয়।’

উয়েফা প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি ভারের সমর্থক নই। আমি সর্বদা সন্দেহপ্রবণ লোক এবং আমি বলতে পারি যে, আমি তা পছন্দ করি না। কিন্তু দুর্ভাগ্যবশত তা থেকে ফেরার কোনো পথ নেই।’

ভার ছাড়াও সেফেরিন উদ্বিগ্নতা প্রকাশ করেন সাম্প্রতিক সময়ে হ্যান্ডবলের নিয়মকানুন নিয়ে। তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগে উয়েফায় আমরা বিশ্বের সেরা কোচদের এক সঙ্গে পেয়েছিলাম। তাদের মধ্যে ছিলেন ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি, জিনেদিন জিদান এবং কার্লো আনচেলত্তিসহ আরো অনেকে। তাদেরকে একটি ভিডিও দেখান আমাদের রেফারি প্রধান রবার্তো রোজেত্তি। তা ছিল একটি হ্যান্ডবলের ভিডিও। এরপর তাদের জিজ্ঞেস করা হয়, এটি হ্যান্ডবল নাকি হ্যান্ডবল না। অর্ধেক কোচ দিয়েছেন- হ্যাঁ, অনেকে বলেছেন- না। সুতরাং এটি পরিস্কার নয় কোনটা সঠিক উত্তর।’

ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি সংক্ষেপে ভিএআর বা ভার ফুটবলের জন্য কতটুকু ভালো বা মন্দ তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেসব বিবেচনা করে ইউরোপের ফুটবলে ম্যাচ রেফারি, লাইন্সম্যানের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে ভার। তবে বিভিন্ন দেশের ঘরোয়া লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগের ম্যাচে ভার ব্যবহৃত হলেও খোদ উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন সন্তুষ্ট নন এই প্রযুক্তিতে। ভারকে ফুটবলের দুর্যোগ হিসেবে মনে করছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত