জেসুসের জোড়া গোলে টেবিলের দ্বিতীয়তে ম্যানসিটি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে বার্নলিকে তাদের মাঠে হারিয়ে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ে ফিরে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে টার্ফ মুর স্টেডিয়ামে স্বাগতিক বার্নলিকে ৪-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিন চোটের কারণে সার্জিও আগুয়েরো না থাকায় গার্দিওলা আক্রমণভাগে সুযোগ দেন জেসুসকে। ২২ বছর বয়সী ফরোয়ার্ড হতাশ করেননি কোচকে। ম্যাচের শুরুর দিকে এগিয়ে যায় সিটিজেনরা। ম্যাচের ২৪তম মিনিটে ডেভিড সিলভার পাস থেকে বার্নলি গোলরক্ষক পোপকে পরাস্ত করেন জেসুস। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সিটি ভয়ঙ্কর হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। 

দ্বিতীয়ার্ধে ফিরেও সিটিজেনদের এগিয়ে দেন জেসুস। ম্যাচের ৫০তম মিনিটে বার্নাদো সিলভার কাছ বল পেয়ে জোড়া গোল পূর্ণ করেন এই সেলেকাও তারকা। পরে ম্যাচের ৬৮তম মিনিটে অনবদ্য এক গোলে ব্যবধানটা ৩-০ করেন রদ্রি। এরপর ম্যাচের ৮৭তম মিনিটে বার্নাদো সিলভার আরেকটি পাস থেকে সিটিকে আরেকবার এগিয়ে দেন রিয়াদ মাহরেজ।

এর দুই মিনিট পর অর্থাৎ ম্যাচের ৮৯তম মিনিটে রবার্ট ব্রাডি গোলে ব্যবধানটা কমালেও বড় হার এড়াতে পারেনি স্বাগতিক বার্নলি। অবশেষে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এই জয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠেছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে এখন পযর্ন্ত অপরাজিত দল লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত