সাউথ এশিয়ান (এসএ) গেমস

মালদ্বীপের বিপক্ষে ড্র করে চাপে বাংলাদেশ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৬

সাহস ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে কঠিন অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের ড্রতে পয়েন্ট হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। এর আগে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

এদিন শুরু থেকে ভালোই খেলতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষের আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায় বল। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টাইগাররা।

বিরতি থেকে ফিরে এসে রক্ষণভাগ ভালোভাবেই সামলাচ্ছিল টাইগাররা। কিন্তু ম্যাচের ৭০তম মিনিটে মাহুদে হোসাইনের নেওয়া শটে গোল পেয়ে সমতায় ফেরে মালদ্বীপ। বাকি সময় আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় জামালদের।

এই আসরের ২ ম্যাচে একটি হার ও একটি ড্র’য়ে ১ পয়েন্ট বাংলাদেশের। নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ১।

আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত