গালফ কাপে আমিরাতকে হারিয়ে সেমিতে কাতার

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯

সাহস ডেস্ক

কাতারে অনুষ্ঠিত ২৪তম আরব গালফ কাপ চ্যাম্পিয়নশিপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক কাতার।

সোমবার (২ ডিসেম্বর) খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে আমিরাতকে ৪-২ ব্যবধানে হারিয়েছে কাতার। এর আগে ইয়েমেনকেও পরাজিত করেছিল কাতার।

এই ২৪তম আরব গালফ টুর্নামেন্টে উপসাগরীয় ৮টি দেশ অংশগ্রহণ করছে।

আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আল ওয়াক'রা স্থানীয় সময় রাত ৮টায় চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মুখোমুখি হবে কাতার।

খেলা উপভোগ করতে কাতারি ও বিভিন্ন দেশের অভিবাসীসহ প্রায় ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। এতে কমতি ছিল না বাংলাদেশি দর্শকেরও। খেলা শেষে আনন্দ মিছিলে দোহার কর্নিশ, ভিলাজু মলসহ প্রধান প্রধান সড়কে কাতারের জাতীয় পতাকা উড়ান কাতারিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

অনেক ক্রিকেটপ্রেমীদের ধারণা এই গালফ কাপ খেলার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে কাতারের সঙ্গে বিবাদমান পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

আগামী ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন মাঠসহ ব্যাপক অবকাঠামো নির্মাণ করছে কাতার সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত