প্রতিবন্ধী ক্রিকেট দলকে স্পোর্টস হুইল চেয়ার দিয়েছে বিসিবি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:১৬

সাহস ডেস্ক

বিশ্ব প্রতিবন্ধী দিবসে সেন্টার ফর রিসার্স এন্ড ইনফরম্যাশেনের (সিআরআই) উদ্যোগে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দলকে স্পোর্টস হুইল চেয়ার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মিরপুরের বিসিবি কার্যালয়ে মোহাম্মদ মহসিনের দলকে আনুষ্ঠানিক ভাবে ২১টি স্পোর্টস হুইল চেয়ার তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় বাংলাদেশ হুইল চেয়ার দলের অধিনায়ক মহসিন বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ জানাই আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে। আজকের দিনটা আমার কাছে এবং আমার দলের কাছে স্পেশাল দিন, আমাদের স্পোর্টস হুইল চেয়ারের যে ঘাটতিটা ছিল সেটা বিসিবি দিয়েছে তাই বিসিবিকে ধন্যবাদ পাশাপাশি ইয়াং বাংলাকেও ধন্যবাদ। সিআরআইর মাধ্যমে আমরা স্পোর্টস হুইল চেয়ার পেলাম। এতে করে আমাদের খেলার অনুপ্রেরণা আরও বাড়বে।’

আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বর ভারতের উত্তরখান্ডে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল মিলে চার জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত