x

এইমাত্র

  •  হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যু

ফেদেরারের নামে স্মারক মুদ্রা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৩১

সাহস ডেস্ক

টেনিস তারকা রজার ফেদেরারের নামে স্মারক মুদ্রা চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। ২০ সুইস ফ্রাঙ্কের ব্রোঞ্জ মুদ্রা (সিলভার কয়েন) চালু করবে দেশটির কেন্দ্রীয় মুদ্রা বিভাগ। আগামী জানুয়ারিতে এই মুদ্রা সুইজারল্যান্ডের বাজারে ছাড়া হবে বলে জানা যায়।

দেশটির কেন্দ্রীয় মুদ্রা বিভাগ জানিয়েছে, মে মাসে ফেদেরারের নামে ৫০ সুইস ফ্রাঙ্কের সোনার মুদ্রাও চালু করা হবে। ২০ আর ৫০ সুইস ফ্রাঙ্কের ডিজাইন আলাদা থাকবে।

সুইজারল্যান্ডে এটিই প্রথম কোনো জীবিত ব্যক্তির নামে মুদ্রা চালু হওয়ার ঘটনা।

এমন সম্মাননা দেওয়ায় ২০টি গ্রান্ডস্লাম জয়ী সুইস তারকা ফেদেরার এক টুইটের মাধ্যমে সুইজারল্যান্ড সরকার এবং দেশটির কেন্দ্রীয় মুদ্রা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত